নিখোঁজের ২ মাস পর সুইডিশ নারী সাংবাদিকের মুণ্ডু ও দুই পা উদ্ধার-খবর ফক্স নিউজ’

0
248

সুইডেনের সেই নারী সাংবাদিক কিম ওয়ালের বিচ্ছিন্ন মুণ্ডু ও দুই মরদেহ পাওয়া  গেছে। নিখোঁজের দুই মাস পর এবার দু’টি পৃথক ব্যাগে তার এই মুণ্ডু ও দুই পা এবং জামা-কাপড় পাওয়া যায়।

শুক্রবার বাল্টিক সাগরের কোপেনহেগেন উপকূলের জলসীমায় কিম ওয়ালের মুণ্ডু, দুই পা ও জামা-কাপরসহ ব্যাগ দু’টি পাওয়া যায়। ১০ আগস্ট থেকে নিখোঁজ থাকা কিমের মুণ্ডুহীন দেহ উদ্ধার করা হয়েছিল গত ২১ আগস্ট।

শনিবার কোপেনহেগেন পুলিশের পরিদর্শক জেন্স মোলার বলেন, কিমের মুণ্ডু ও দুই পা পাওয়া যায় একটি ব্যাগে, আর কাপড়-চোপড় পাওয়া যায় আরেকটি ব্যাগে। রাতেই কিমের মরদেহের ফরেনসিক পরীক্ষা শেষে আমাদের চিকিৎসকরা নিশ্চিত হয়েছেন যে এই মরদেহ কিমেরই। তবে তার স্কালে কোনো ভাঙন ছিল না।

উল্লেখ্য, ৩০ বছর বয়সী কিম গত ১০ আগস্ট ডেনমার্কের উদ্ভাবক পিটার মেডসেনের সাক্ষাৎকার নিতে তার নিজের বানানো ৪০ টন ওজনের সাবমেরিনের ভেতরে যান। তারপর থেকে কিমের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ১১ দিন পর ২১ আগস্ট বাল্টিক সাগরের কোপেনহেগেন উপকূলেই পাওয়া যায় কিমের দুই পা ও মুণ্ডুহীন মরদেহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here