‘ওয়ানডেতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল’

0
260

ঘরের মাঠে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলকে হারানোর সুখ-স্মৃতি নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে পুরোপুরি ব্যর্থ টাইগাররা।

প্রথম ম্যাচে ৩৩৩ রানে হারের পর দ্বিতীয় ও শেষ টেস্টে হেরেছে ইনিংস ও ২৫৪ রানের বিশাল ব্যবধানে।

তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে মনে করছেন প্রোটিয়া দলের সাবেক অধিনায়ক শন পোলক।

দ্বিতীয় টেস্ট ম্যাচ শেষে সাবেক এই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ দল যেখানেই যাক তারা ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। দক্ষিণ আফ্রিকায় যেসব উইকেট আপনি পাবেন সেগুলোও হয়তো ফ্ল্যাট হবে। কিম্বার্লি, পার্ল, ইস্ট লন্ডন, পচেফস্ট্রুম, ব্লুমফন্টেইন- সবগুলো উইকেটই ফ্ল্যাট। সবগুলোই ব্যাটিংয়ের জন্য আদর্শ উইকেট। ’

টেস্টে লজ্জাজনক হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকও। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হতাশা কণ্ঠে মুশফিক বলেন, আমাদের দুই সেরা ক্রিকেটার সাকিব-তামিম খেলতে পারেনি। যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের হয়ে ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে। আশা করি ওয়ানডেতে আমরা ভালো করবো। সাকিব-তামিমও খেলবে। অধিনায়ক মাশরাফি ভাইও চলে এসেছেন। আমার বিশ্বাস, ওয়ানডেতে আমরা ঘুরে দাঁড়াতে পারবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here